
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যেবোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার হরিঢালীর রামনাথপুর পূজা মন্দির চত্বর ও নোয়াকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক পৃথক ভাবে এ বীজ বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর পক্ষ থেকে ২৬০ জন কৃষক কে বোরোধান আবাদের জন্য লবণ সহিষ্ণু ব্রি ধান ৬৭ ও ব্রি ধান ৯৯ এর বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন। অ্যাওসেড এর হেড অফ প্রোগ্রাম শঙ্কর রঞ্জন সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অ্যাওসেড এর ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মোস্তাক হাসান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, মৃণাল সরকার ও শামীম আফজাল। উপস্থিত ছিলেন অ্যাওসেড এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার জীবিতেশ মন্ডল, কমিউনিটি মোবিলাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরিন নাহার, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস।















