সর্বশেষ:

বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দরবনের রাস পূজায় পূন্যাথীর ভ্যাসে হরিণ শিকারের চেষ্টা, তিনদিনে আটক ৩৫,সকলকে বাগেরহাট আদালতে সোপর্দ

Facebook
Twitter
LinkedIn

বাগেরহাট প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দরবনের রাস উৎসবে পূন্যাথী সেজে হরিণ শিকারের চেষ্টার অভিযোগে রাস উৎসব চলাকালীন অন্তত ৩৫ জনকে আটক করেছে বন বিভাগ। ৩ নভেম্বর দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত এসব শিকারিদের আটক করা হয়।
এর মধ্যে রাস পূজার প্রথম দিন অর্থ্যাৎ ৩ নভেম্বর দুপুরে হরিণ শিকারের চেষ্টার সময় এক যুবককে আটক করে বন বিভাগ। তখন ওই চক্রের অন্য সদস্যরা সহকারি বন সংরক্ষক রানা দেবের উপর হামলা করে। এ ঘটনায় তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

পরে হরিণ শিকারের যুক্ত থাকার অভিযোগে দুটি ট্রলারসহ আরও ৩২ জনকে আটক করে বন বিভাগ। ১২শটি হরিণের ফাঁদ ও দুট্রি ট্রলার জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে মুসলিম যুবকও রয়েছে। এরা পরিচয় গোপন করে বনে প্রবেশ করেছিল।
বৃহস্পতিবার দুপুরে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ৩২ জনকে বন আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক বিলাশ মন্ডল আসামীদের কারাগারে প্রেরণের আদেশ দেন। সুন্দরবন রক্ষা ও হরিণ শিকার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন এই রাষ্ট্রীয় আইন কর্মকর্তা।সট. মোঃ তানভীর হাসান, স্টেশন অফিসার, দুবলার চর-আলোরকোল, শরণখোলা রেঞ্জ, সুন্দরবন পূর্ব বন বিভাগ

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana