সর্বশেষ:

পাইকগাছার নদী থেকে আরো একটি লাশ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার নদী থেকে আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে।১৭ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার সোলাদানা বাজার সংলগ্ন শিবসা নদীর চর থেকে ইকরাম হোসেন, (৪৭) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে দেলুটি নদী থেকে রানা খলিফা (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এনিয়ে গত দু’দিনে দুইটি লাশ উদ্ধার করা হলো। এদিকে পর পর দু’দিনে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সবুর হোসেন বলেন শুক্রবার সকাল ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল শিবসা নদীর চর থেকে ইকরাম হোসেন এর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরিবারের লোক ইকরাম হোসেন এর পরিচয় সনাক্ত করেছে। সে খুলনার সোনাডাঙ্গা থানার মহাসিন উদ্দিন সড়কের বাসিন্দা ও বানরগাতি এলাকার মৃত দেলোয়ার হোসেন এর মেঝ ছেলে। মৃতের পরনে থ্রি কোয়াটার প্যান্ট এবং শরীরে গেঞ্জি পরা ছিল। ইকরাম হোসেন এর মা, ৩ভাই স্ত্রী এবং ৮ বছরের একটি ছেলে রয়েছে।

ইকরামের ছোট ভাই রুবেল হোসেন জানান, ১৪ অক্টোবর সকালে একটি মামলায় হাজিরা দিতে ভাইয়া আদালতে গিয়েছিল, সেখান থেকে বিকাশ এর মাধ্যমে আমার কাছ থেকে ৫’শ টাকা নেয়। এরপর দেড়টার দিকে কথা সে বলে পাইকগাছার ঘেরের দিকে যাচ্ছি। সন্ধ্যায় বাড়িতে আসবে কিনা জানতে চাইলে সে বলে আমি ঘেরে আছি সমস্যা নাই। সকালে বাসায় আসবো। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং খোজাখুজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হতে পারে স্বজনদের অভিযোগ। যদিও পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার আগে কিছুই বলা সম্ভব নয়। মৃতের স্বজনরা অনেকেই পুলিশ কে জানিয়েছে বৃহস্পতিবার উদ্ধারকৃত রানা খলিফা ও ইকরাম সহ খুলনার ৪/৫ জন এক সঙ্গে ছিল তাদের অনেকের সাথে যোগাযোগ সম্ভব হচ্ছে না।

সুরোতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে নৌ পুলিশের সবুর হোসেন জানিয়েছেন।থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পর পর দু’দিনে উদ্ধার হওয়া দুজন হত্যার শিকার কিনা জানতে চাইলে ওসি রিয়াদ মাহমুদ বলেন ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। তবে এ ব্যাপারে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন। নদীর চর থেকে উদ্ধার হওয়া রানা খলিফা

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana