সর্বশেষ:

কয়রায় গভীররাতে নদী থেকে বালু উত্তোলন, ১৫ দিনের কারাদণ্ড

Facebook
Twitter
LinkedIn

ইমরান হোসেন _ কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২ ব্যক্তিকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে নদী থেকে অবৈধভাবে বালু উওলোনের সময় ২ ব্যাক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, দাকোপ উপজেলার খোটাখালি গ্রামের নিরঞ্জন বাছাড়ের পুত্র বিশ্বজিৎ বাছাড় ও মোংলা উপজেলার খড়খড়িয়া গ্রামের ফজলু হাওলাদারের পুএ হাসান হাওলাদার।জানা গেছে,গভীর রাতে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বাল উত্তোলন করছে এমন খবর পেয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকি নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যাক্তিকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেবালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারা অনুসারে ২ জন ব্যক্তি কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকি

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana