সর্বশেষ:

পাইকগাছায় ১৪৫ টি মন্ডপের প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে ৫ দিনের শারদীয়া দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।

উপজেলার ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নে মোট ১৪৫ টি মন্ডপে শান্তিপুর্ন ভাবে ও নিবিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার পৌরসভা কপিলমুনি,লতা-সোলাদানাসহ বিভিন্ন স্থানে আড়ং এর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিক ভাবে শিববাটিতে পৌরসভার ৬ টি মন্দিরের প্রতিমা এক সঙ্গে বিসর্জন দেয়া হয়।

সরল কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে আড়ং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ।

মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর কমিটির সম্পাদক কামাল আহমদ সেলিম নেওয়াজ, উপজেলা কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডলসহ অনেকে।

পূজা উপলক্ষে ধর্মীয় যাত্রপালা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

পূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী,আনছার ভিডিপি, বিএনপি-জামায়েত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল,ইউপি চেয়ারম্যান-মেম্বর ও উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্টের নেতৃবৃন্দ সকল পূজা মন্ডপের সভাপতি /সম্পাদক ও কমিটি সংশ্লিষ্টদের নিয়ে কয়েক দফায় মতবিনিময় করা হয়।

এদিকে শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবুরাম মন্ডল উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি রিয়াদ মাহমুদ, সেনা ক্যাম্প ইনচার্জ, সাংবাদিক, ইউনিয়ন ট্যাগ অফিসার, বিএনপি-জামায়েত ইসলামীসহ অন্যান্য রাজনৈতিত দল ও মন্দির কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana