
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র (ডরপ্) কর্তৃক বাস্তবায়িত “Actions to Climate Change Ensuring Sustainable Solutions (ACCESS)” প্রকল্পের উদ্যোগে “উপজেলা পর্যায়ে বিভিন্ন পরিত্যক্ত খাস পুকুর এবং পিএসএফ-এ প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে স্থানীয় সিএসও এবং সিবিও প্রতিনিধিদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জি এম এম আজহারুল ইসলাম, সভাপতি, পাইকগাছা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব। বিশেষ অথিতি ছিলেন পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত CSO এবং CBO প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন শরিফুল আলম, উপজেলা সমন্বয়কারী, DORP-ACCESS Project।দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা খাস পুকুর ও পিএসএফ সম্পর্কিত মৌলিক ধারণা, বরাদ্দ প্রক্রিয়া, ইউনিয়ন ভিত্তিক তালিকা প্রণয়ন, কমিটি গঠন এবং জনসম্পৃক্ত বিভিন্ন অ্যাডভোকেসি কৌশল—যেমন পিটিশন দাখিল, মানববন্ধনের আয়োজন ও সরকারি দপ্তরের সাথে সংলাপ—সম্পর্কে আলোচনা করেন। এছাড়া গ্রুপ ওয়ার্ক ও মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেন।
ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীরা বলেন, খাস পুকুর ও পিএসএফ বরাদ্দ পাওয়া গেলে স্থানীয় জনগণ নিরাপদ পানির নিশ্চয়তা পাবে এবং পানি সংকট মোকাবেলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা ইউনিয়ন ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন করেন।















