সর্বশেষ:

sangbadik sommelon er protibad

সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন অধ্যক্ষ দিবাকর বাওয়ালী

sangbadik sommelon er protibad
Facebook
Twitter
LinkedIn

গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ খুলনা প্রেসক্লাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কলেজের কু-চক্রি কিছু শিক্ষকদের সহযোগিতায় মেট্রোপলিটন কলেজের পরিচয় দানকারি অবৈধ সভাপতি মো: মাসুদ পারভেজ বাবু এক সাংবাদিক সম্মেলন করেন। উক্ত সম্মেলনে আমার সহ কলেজের কিছু শিক্ষক কর্মচারীর নামে মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, বিভিন্ন ভুল-ভাল তথ্য সাংবাদিকদের নিকট উত্থাপন করেন। আমি উক্ত সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

আসল সত্য ঘটনা এই যে ১৫ ই আগস্ট ২০২৪ শেদেশের সরকার পতনের সঙ্গে সঙ্গে বর্তমান সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল করে এবং পুনরায় প্রজ্ঞাপন দিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠন করার নির্দেশ দেয়। তদপ্রেক্ষিতে অত্র কলেজের সভাপতি হিসেবে জেলা প্রশাসক খুলনা তার প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আলিফ রেজা মহোদয় জাতীয় বিশ্ব বিদ্যালয়ের বিধি মোতাবেক বিগত ইংরেজি ০৬/১০/২০২৪ তারিখ এডহক কমিটি গঠন পূর্বক জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরন করেন।

কিন্তু কলেজের এই জালিয়াতি চক্রটি আমার স্বাক্ষর জাল জালিয়াতি করে বিএনপি এর সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু যিনি (Addicted) তাকে অত্র কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসকের প্রস্তাবিত কমিটি বাদ দিয়ে তাকে সভাপতি করে একটি অবৈধ কমিটি গঠন করে। সরকারি ১২/০২/২৩ তারিখের পত্র মোতাবেক জাল সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশনা অনুযায়ী ১৬ জাল সার্টিফিকেট ও অবৈধ এমপিও অবৈধ বিদেশ ভ্রমন এর বিষয় ধরা পড়লে তারা ৫ই আগষ্ট এর দেশ পরিবর্তন এর মবের সৃষ্টি করে এবং আমি যোগদান করবো ও এগুলোর অপরাধের সত্যতা সামনে আসবে তাদের চাকরি চলে যাবে তার জন্য তারা আমার নামে মিথ্যা বানোয়াট অপগন্ডা চালাচ্ছে।

দিবাকর বাওয়ালী,
প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মেট্রোপলিটন কলেজ, সোনাডাঙ্গা খুলনা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana