
বিশেষ প্রতিনিধি :
খুলনা জেলার দাকোপ উপজেলায় এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে উপজেলা শ্রমিক দলের সভাপতি রাজ্জাক মোল্লার বিরুদ্ধে। সাথে আপত্তিকরা অবস্থায় জনতার হাতে আটক হয় তিনি।
ঘটনাটি ঘটেছে ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ২০২৫ তারিখ দাকোপ পৌরসভা এলাকায়। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি একটি বাসাবাড়িতে ওই শ্রমিকনেতা রাজ্জাক এক নারীর সঙ্গে একটি ঘরের ভিতর আপত্তিকর অবস্থায় ধরা পড়েন জনতার হাতে। পরে গোপন ক্যামেরায় ধারণকৃত দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জনতার চাপে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন এবং লিখিত মুচলেকা দেন। এতে তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এরিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা যায়। একাধিক গোয়েন্দা সূত্রে জানা যায়, তাদের আটকের জন্য ইতোমধ্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে রাজ্জাক মোল্লার সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।