সর্বশেষ:

koyra upojelay jouthobahinir uddeg

খুলনার কয়রা উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনীর অভিযান

koyra upojelay jouthobahinir uddeg
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনীর অভিযান খুলনার কয়রা উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর অভিযান পরিচালনা হয়েছে। আজ সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্ষন্ত উপজেলার আমাদী ইউনিয়নের কয়রা চাঁদআলি সেতুর এর টোলপ্লাজার পশ্চিম পাড়ে কন্টিজেন্ট কমান্ডার কয়রা লেঃ আদনান রাকিব, (এক্স), বিএন ( পি নং ৩৫১৬) এর নেতৃত্বে ১০ জন নৌসদস্য বিশিষ্ট ০১টি সেকশন ও আমাদি পুলিশ ফাঁড়ির (০৪ জন সদস্য) সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন সময় ট্রাক, মোটরসাইকেল (হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স), ইজিবাইক ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। তল্লাশীকৃত যানবাহনসমূহ নিম্নরুপঃ*
১. মোটর সাইকেলঃ ২৫ টি।
২. ট্রাকঃ ০১ টি
৩.কাভার্ড ভ্যানঃ ০১ টি
৪. ইজিবাইকঃ ০৫ টি
চেকপোস্ট চলাকালীন সময় কোন প্রকার মামলা করা হয় নাই এবং কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
এসময় সময় আইনকানুন মেনে চলতে সবাইকে পরামর্শ দেয়া হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana