সর্বশেষ:

bnp er dibarshik sommelon

পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫-২৬

bnp er dibarshik sommelon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামীকাল ১৮ সেপ্টেম্বর ২০২৫ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছে দলীয় নেতা কর্মীরা।

ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়বাদী দল পাইকগাছা পৌরসভা শাখার প্রস্তুতি কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা আসলাম পারভেজ। তিনি এবার পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসলাম পারভেজ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ছাত্রদল, যুবদলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে উঠেছেন।

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক নাশকতা মামলায় আসামি হয়ে তিনি কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হন। তবুও প্রতিবন্ধকতা তাকে আন্দোলন-সংগ্রাম থেকে বিরত রাখতে পারেনি। খুলনা জেলায় এখনো পর্যন্ত বিএনপির কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে পাইকগাছা পৌরসভায় এবারই প্রথম বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামী কাল। আসলাম পারভেজের নেতৃত্বে এই সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীরা ব্যাপক সাড়া ফেলেছেন এবং উজ্জীবিত হয়ে মাঠে নেমেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana