
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হবে এ সম্মেলনের নির্বাচন। সফলভাবে সম্মেলন সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে দলীয় নেতা-কর্মীরা।
সাবেক সভাপতি, পাইকগাছা কলেজ ও পৌর ছাত্রদল, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল এবং একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর-০৬ নং ওয়ার্ড পাইকগাছা পৌরসভা—এই দীর্ঘ রাজনৈতিক পরিচয়ের অধিকারী, দলের নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবার সাধারণ সম্পাদক পদে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক নাশকতা মামলায় আসামি হয়ে কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তবে কোনো প্রতিবন্ধকতাই তাকে আন্দোলন-সংগ্রাম থেকে দূরে রাখতে পারেনি। বরং প্রতিটি প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করে তিনি সংগঠনকে টিকিয়ে রেখেছেন।
খুলনা জেলায় এখনো পর্যন্ত বিএনপির কোনো সম্মেলন অনুষ্ঠিত না হলেও পাইকগাছা পৌরসভায় এবারই প্রথম এমন দ্বি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এ কারণে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে সম্মেলনটি। নতুন নেতৃত্বের প্রতি আশাবাদী হয়ে উজ্জীবিত কর্মীরা মাঠে নেমে পড়েছেন।