
বিশেষ প্রতিনিধি :
১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার খুলনার শিশু ও যুব ফোরামের যৌথ প্রচেষ্টায় খুলনার মহিলা বিষয়ক কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় নগরীর ১০ ও ২৬ নং ওয়ার্ডে দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
পাশাপাশি বাল্যবিবাহ বন্ধের পরিবারগুলোকে আইন অনুযায়ী সচেতন করা হয়। তাদেরকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।শিশু ও যুব ফোরামের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং পরিবারগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এই উদ্যোগ শুধু দুই কন্যাশিশুকে রক্ষা করেনি, বরং এলাকাবাসীর মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করেছে।