সর্বশেষ:

সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনের ৮ বছরের কারাদণ্ড

সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনের ৮ বছরের কারাদণ্ড

সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনের ৮ বছরের কারাদণ্ড
Facebook
Twitter
LinkedIn

বিডি ডেস্কঃ
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কে দেশের সর্বোচ্চ আদালত ৮ বছরের কারাদণ্ড দিয়েছে। ফলে ১৫ বছর পর দেশে ফিরেই তাঁকে ব্যাংকক জেলে চলে যেতে হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ব্যক্তিগত বিমানে করে ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে নেওয়া হয় দেশটির সর্বোচ্চ আদালত। সেখানে তাঁর চারটি মামলার শুনানি শেষে আদালত তাঁকে ৮ বছরের কারাদণ্ড দেয়। দণ্ডাদেশ শেষে তাঁকে নেওয়া হয় ব্যাংককের একটি কারাগারে।

সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ডন মুয়াং বিমানবন্দরের প্রাইভেট রানওয়েতে অবতরণ করে থাকসিনকে বহনকারী বিমানটি। একটু পরই গাঢ় নীল রঙের স্যুট এবং গোলাপি টাই পরিহিত অবস্থায় বিমান থেকে বের হয়ে আসেন তিনি। তাঁকে বরণ করে নিতে বিমানবন্দরে হাজারো মানুষ সমবেত হয়েছিলেন। তাদের অধিকাংশ থাকসিনের মেয়ের নেতৃত্বাধীন ফেউ থাই পার্টির নেতা-কর্মী।

বিমান থেকে বেরিয়ে তিন সন্তানকে সঙ্গে নিয়ে টার্মিনাল ভবনের দিকে এগিয়ে যান থাকসিন। পরে টার্মিনাল ভবনের পাশে স্থাপিত থাই রাজার প্রতিকৃতির সামনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে টার্মিনালের বাইরে উপস্থিত হাজারো মানুষের উদ্দেশ্যে প্রথমে হাত জোড় করে এবং পরে এক হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana