সর্বশেষ:

খুবি উপাচার্যের সাথে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে মতবিনিময় করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সদস্যবৃন্দ। ৩১ আগস্ট (রবিবার) বিকেলে উপাচার্যের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তারা উপাচার্যের নিকট স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে- খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মৎস্য বীজ উৎপাদন খামার বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা, ময়ূর নদী সংলগ্ন কেসিসির লিনিয়ার পার্ক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা, খুলনা বিশ্ববিদ্যালয়কে কেসিসির সীমানায় অন্তর্ভুক্ত করা, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন নতুন সাবজেক্ট চালু করা,

আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলকেন্দ্রিক গবেষণার নতুন ক্ষেত্র সৃষ্টি, গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধ ও সংলগ্ন এলাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অধিক অর্থ বরাদ্দ নিশ্চিত করা। মতবিনিময়কালে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান ও মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana