
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
উপকূলীয় খুলনার পাইকগাছা কয়রার নদী ভাঙ্গন রোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, প্রধান সড়ক সংস্কার, সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু’র টেন্ডার বাণিজ্য, দুর্নীতি ও লুটপাটের বিচারের দাবিতে মানববন্ধন ও লংমার্চ কর্মসূচি করেছে পাইকগাছা কয়রা নাগরিক ফোরাম নামের একটি সামাজিক সংগঠন। ৩০ মার্চ শনিবার সকালে লংমার্চটি পাইকগাছার সীমান্তবর্তী কাশিমনগর থেকে শুরু হয়ে কয়রায় গিয়ে শেষ হয়।
লংমার্চের শুরতেই মানববন্ধন ও সমাবেশে বক্তারা এলাকার বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় এলাকাবাসী এলাকার উন্নয়ন ও অনিয়ম দূর্নীতি প্রতিরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত কোন প্রার্থী না দেওয়ার জন্য রাজনৈতিক দলের উর্ধতন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এছাড়া সুন্দরবন কেন্দ্রীক পর্যটন কেন্দ্র, ২৫০ শয্যা হাসপাতাল, ফোরলেন রাস্তা, বিশ্ববিদ্যালয় স্থাপন, ও লোডশেডিং মুক্ত পাইকগাছা কয়রার দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর কুশপুত্তলিকা আগুনে পুড়িয়ে দাহ করেন। লংমার্চে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও খুলনা – ৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। লংমার্চে শত শত নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন প্লা কর্ড নিয়ে অংশ গ্রহণ করে।