
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার গদাইপুর ও সোলাদানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গদাইপুর বাজার চত্বরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ সাংগঠনিক এ কর্মী সভার আয়োজন করে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক।
প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্যা ইউনুস আলী। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন মোড়ল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, বিশ্বজিৎ সাধু, সাদ্দাম হোসেন। সভায় ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে মঙ্গলবার বিকালে উপজেলার সোলাদানায় সোলাদানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোলাদানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্যা ইউনুস আলী। বিশেষ অতিথি ছিলেন সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, বিশ্বজিৎ সাধু, সাদ্দাম হোসেন। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা ইসরাফিল মোড়ল, হারুন অর রশীদ, রোকন সানা, টিপু গাজী, ওমর আলী, মনিরুল ইসলাম খাঁ, বাবুল সরদার, কামাল হোসেন, রফিকুল ইসলাম, লিটন খাঁ, মুকুল খাঁ, রাজা হোসেন, হামিদুল ইসলাম, সাব্বির হোসেন, আজিবর রহমান মোল্লা, আলমগীর হোসেন, রমজান গাজী, আব্দুস সালাম, মিঠুন ফকির, মনিরুল ইসলাম মোড়ল, নুরুল হক ও শাহাদাৎ হোসেন। সভায় ইউনিয়ন সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।