
এইচ এম সাগর (হিরামন) :
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।১৮ আগস্ট (সোমবার) সকাল ৯.৩০ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এসময় তিনি বলেন, ল্যাব ব্যবস্থাপনা ও ডিসিপ্লিন কার্যক্রম ভিন্ন বিষয়। একটি ল্যাব সুষ্ঠুভাবে পরিচালনা করতে সঠিক ব্যবস্থাপনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা এবং নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের আরও সমৃদ্ধ করবে এবং তারা ল্যাবকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সচল রাখতে সক্ষম হবেন। আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণে চারটি টেকনিক্যাল সেশনে ল্যাব ব্যবস্থাপনার নীতি ও প্রয়োগ, ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রশমন, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।
সেশনগুলো উপস্থাপন করেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের ফোকাল পারসন প্রফেসর ড. জিএম আতিকুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন ও প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ল্যাবরেটরির দায়িত্বে থাকা ল্যাব অ্যাটেনডেন্ট ও কর্মচারীরা অংশ নেন। দিনব্যাপী এই কর্মশালার সমাপনী সেশনে প্রশ্নোত্তর, মতামত গ্রহণ ও ফিডব্যাক উপস্থাপন করা হয়। প্রশিক্ষণ শেষে বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে উপাচার্য সনদপত্র বিতরণ করেন।