সর্বশেষ:

sundorbon c oastgaurd er ovijan

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: হরিণের মাংস ও কাঁকড়াসহ আটজন আটক

sundorbon c oastgaurd er ovijan
Facebook
Twitter
LinkedIn

নিউজ ডেস্ক

সুন্দরবনের হাড়বাড়ীয়া এলাকা থেকে হরিণের মাংস ও কাঁকড়াসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। পরে তাদের বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দিঘির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা, শিকার ফাঁদ, জাল, ১৮ কেজি কাঁকড়া, ৫ লিটার কীটনাশক ও দুটি নৌকা জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে হরিণ ও কাঁকড়া শিকারের অভিযোগে আটজনকে আটক করে বৃহস্পতিবার রাতেই চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা রাফিদ-আস-সামি বলেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এবং সুন্দরবনকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

উল্লেখ্য, বনবিভাগ ইতোমধ্যেই ১ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ-কাঁকড়াসহ সব ধরনের বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময়ে জেলে-বাওয়ালি ও পর্যটকদের বনে প্রবেশও নিষিদ্ধ, কারণ এটি বনের উদ্ভিদ, জলজ প্রাণী ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম।

সূত্র: jagonews24

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana