
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ এর সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা – ৬ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে দুই কর্মকর্তার সাথে আলাদা আলাদা ভাবে মতবিনিময় করেন। মতবিনিময় কালে মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা কয়রার প্রধান সড়কের বাক সরলীকরণ, এলজিইডি’র সড়ক উন্নয়ন কাজ, শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন, বাস টার্মিনাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, পৌর সদরের খ্রিস্টান সম্প্রদায়ের আবাসন ব্যবস্থা সম্প্রসারণ, পানির ট্যাংকি জলাধার বিতরণ, শিববাটী ব্রীজের টোল ফ্রি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ এলাকার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, নায়েবে আমীর মাওলানা সম আব্দুল্ল্যাহ আল মামুন, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সেক্রেটারি আসাদুল ইসলাম, সাবেক শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম ও শিবির নেতা তামিম রায়হান।