সর্বশেষ:

vua pepsi karkhanay jorimana

পাইকগাছায় ভূয়া পেপসি কারখানায় জরিমানা

vua pepsi karkhanay jorimana
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ভূয়া পেপসি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা করেছে।

বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর বাজারে। জানা যায়, পাইকগাছা উপজেলার কমলাপুর বাজারে জনৈক আ. হাকিম গাজী ভূয়া পেপসি কারখানা করে বিষাক্ত রং মিশ্রিত পেপসি বিক্রি করছে। এ খবর উপজেলা স্যানেটারি ইনেসপেক্টর উদয় কুমার মন্ডল জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন কে অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সকালে স্যানেটারি ইনেসপেক্টর উদয় কুমার মন্ডল কে নিয়ে কমলাপুর বাজারে আ. হাকিম গাজীর পেপসি কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত উক্ত কারখানায় সরকার নিষিদ্ধ রং দিয়ে পেপসি তৈরি ও মিথ্যা লেভেল ব্যবহার করে পেপসি তৈরি করার অপরাধে আ. হাকিম গাজীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এছাড়া পৌরসভার শিববাটী ৯ নং ওয়ার্ডের চা দোকানদারকে সিগারেটের বিজ্ঞাপন রাখার অপরাধে ৫ শত টাকা জরিমানা করেন এবং বিজ্ঞাপন গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আদালত পরিচালনার সময় পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana