সর্বশেষ:

পাইকগাছায় মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় সংসার ফিরে পেলেন সোনালী খাতুন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের আইনি সহায়তায় সংসার ফিরে পেলেন সোনালী খাতুন। জানা যায়, পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের সামাদ সরদারের কন্যা সোনালী খাতুনের বিয়ে হয় ২০১৯ সালে আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের মৃত তমেজ গাজীর পুত্র আনিচুর রহমানের সঙ্গে।

বিয়ের পর তাদের সংসারে তামিমা খাতুন ও তামিম ইকবাল নামে দুটি সন্তানের জন্ম হয়।বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী আনিচুর স্ত্রী সোনালীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। একপর্যায়ে দুই লাখ টাকার দাবিতে প্রায় দুই মাস আগে পুত্র-কন্যাসহ সোনালীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

পরে সোনালী মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন (মামলা নং সিআর ৫৪১/২৫)। আদালত ঐ মামলায় আসামি আনিচুরের বিরুদ্ধে সমন জারি করেন এবং শুনানির তারিখ ধার্য করেন ১৩ আগস্ট ২০২৫।

এরই মধ্যে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক অ্যাডভোকেট এফ.এম.এ রাজ্জাক উভয় পক্ষকে ডেকে আপস-মীমাংসার প্রস্তাব দেন। আলোচনার মাধ্যমে উভয় পক্ষ একমত হয়ে বিরোধ নিষ্পত্তি করেন। আপসের ভিত্তিতে সোনালী তার স্বামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি প্রত্যাহার করেন।এ বিষয়ে সোনালীর পিতা সামাদ সরদার জানান, “মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় আমার মেয়ে আবার স্বামীর সংসার ফিরে পেয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana