সর্বশেষ:

পাইকগাছায় জামায়াতের নির্বাচনী কর্মশালায় দেশের জন্য সততা, নিষ্ঠার সাথে কাজ করতে হবে

Facebook
Twitter
LinkedIn

আবুল কালাম আজাদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় আল আমীন ট্রাস্টের কার্যালয়ে নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কয়রা-পাইকগাছা খুলনা ৬ আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশী মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের প্রত্যেক কর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাষ্টার শফিকুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, পৌরা আমীর ডাঃ আসাদুল হক, পৌর নায়েবে আমীর সম আব্দুল আল মামুন, সেক্রেটারি মিজানুর রহমান,অ্যাডভোকেট আমিন, তামিম রায়হান সহ পাইগগাছ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। কর্মশালায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের করণীয় ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana