সর্বশেষ:

বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত দুই : এক জনেকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে হস্তান্তর

Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

বটিয়াঘাটায় রবিবার ৩ আগস্ট ২০২৫, দুপুর ২টার সময় সড়ক দুর্ঘটনায় আহত দুই। ঘটনাটি ঘটেছে, উপজেলার মল্লিকের মোড় এলাকার কালভার্টের পাশে একটি অজ্ঞাত মালবাহী পিকআপ একটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এতে ইজিবাইকে থাকা দুইজন যাত্রী গুরুতর ভাবে আহত হয়। জনতা চালককে ধাও করলে মালবাহী পিকআপ চালক বটিয়াঘাটা হয়ে দাকোপের দিকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এদিকে গুরুত রক্তত যখম আহত অবস্থায় ইজি বাইকের ভিতর থাকা দুইজন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

আহত অভয়পদ বিশ্বাস (৬০) এর অবস্থা আশঙ্কজন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্ত করা হয়েছে। আহতরা হলেন,উপজেলার নিজখামার এলাকার হরেন্দ্রনাথ বিশ্বাস এর পুত্র অভয়পদ বিশ্বাস (৬০) ও হোগলাডাঙা এলাকার শাওন মন্ডলের স্ত্রী তিথি মন্ডল (১৮)। ইজি বাইক চালক হাফিজুর মোড়ল জানায়, বটিয়াঘাটার বারোআড়িয়া রায়পুর থেকে যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিলাম।

বটিয়াঘাটা জলমা মল্লিকের মোড় ডাবল কালভার্ট নামকস্থানে পৌঁছানো মাত্রই খুলনা থেকে আসা একটি সাদা রংয়ের মালবাহি পিকআপ আমার ইজিবাইকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রাস্তার পাশেই যাত্রী নিয়ে আমি পড়ে যাই। তখন ইজিবাইকের ভেতর থাকা পাঁচ জন ছাত্রীর মধ্যে দুইজন গুরুতর জখম হয়।

থানা পুলিশ পিকআপ শনাক্তে চেষ্টা করছে, তবে এখনো পর্যন্ত গাড়ির নম্বর বা পরিচয় জানা যায়নি। বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana