
তুরান হোসেন রানাঃ
খুলনা-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদল নেতা পার্থ দেব মন্ডল এর বটিয়াঘাটার আমিরপুর ও ভান্ডারকোট ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই শনিবার বিকালে উপজেলার জয়পুর বাজার, ভান্ডারকোট বাজার, বাইনতলা বাজার, সাধাল বাজার, সৈয়দের মোড় সহ বিভিন্ন বাজারে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বসাধারনের সাথে গনসংযোগ ও পথ সভা করেন, খুলনা-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডল।
পথ সভায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পার্থ দেব মন্ডল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের মনোনয়ন যার হাতে তুলে দিবেন আমরা তার হয়েই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। উক্ত পথ সভায় আমিরপুর ইউনিয়ন ও ভান্ডারকোর্ট ইউনিয়নের আপামর সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।