সর্বশেষ:

nasokotar mamlay dui up sodosso o chatrolig neta greftar

পাইকগাছায় নাশকতা মামলায় দু’ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার -৪

nasokotar mamlay dui up sodosso o chatrolig neta greftar
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় দু’ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রিন্স নামের এক নেতাকে গ্রেফতার করেছে।

বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল (৪০)কে ও ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ (বাপ্পি) (৪৫) কে সকাল ৮ টায় কাঠিপাড়া বাজার থেকে আটক করে পুলিশ।অন্যদিকে চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্স (১৯)কে রাত ১১টায় উপজেলার লস্কর ইউপির লক্ষীখোলা বাজার থেকে আটক করে।

ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এস আই খায়রুল ইসলাম, এএসআই পলাশ ও রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এছাড়াও নিয়মিত মামলায় বুধবার দিবাগত রাতে আরো একজনকে রাতে গ্রেফতার করাছে পুলিশ। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, ধৃত আসামিদের আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana