
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী শিব-সত্যকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরের প্রধান সড়কে এলাকাবাসী বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে এলাকার শত শত নারী পুরুষ ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
পরে বাজার চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, শেখ বেনজির আহমেদ লাল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল মোড়ল, ঘের ব্যবসায়ী রেজাউল ইসলাম, পোনা ব্যবসায়ী শিবপদ মন্ডল, সাবেক প্রধান শিক্ষক জয়দেব রায়, স্বেচ্ছাসেবক দল নেতা যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, যুবদল নেতা ফয়সাল রাশেদ সনি ও ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন। সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামানের একান্ত সহচর দক্ষিণ খুলনার এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী মৃনাল বাহিনীর ক্যাশিয়ার ও দেলুটি ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী শিবপদ সরদার ও সত্যজিৎ সরদার তাদের দখলবাজী, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। চরম আতঙ্কের মধ্যে রয়েছে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষ। তারা লতা ইউনিয়নের চিহ্নিত চাঁদাবাজ ও দখলবাজ আবু মুছার মাধ্যমে উপজেলা বিএনপি’র এক শীর্ষ নেতার আশ্রয় গ্রহণ করে।ওই নেতার নির্দেশনায় তারা উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি দখলবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সবুজ মৎস্য খামারের প্রোপাইটার আলহাজ্ব মাশফিয়ার রহমান সবুজের ৭শ বিঘা চিংড়ী ঘের দখল করতে ব্যর্থ হয়ে বিএনপির শীর্ষ নেতার ইন্দনে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস, এম এনামুল হক, পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসলাম পারভেজ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার সহ ১২জন বিএনপির দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
বক্তারা আরো বলেন ১/১১ এর প্রেতাত্মা মুখোশ ধারী ও তার অনুসারীরা উপজেলার বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করায় বিএনপির তৃণমূলের ত্যাগী নেতা কর্মীরা বিভ্রান্তকর পরিস্থিতির শিকার হচ্ছে। অনলাইন জোয়ার মাষ্টার মাইন্ড ও চাঁদখালী ইউনিয়নের শ্রমিক লীগের আহ্বায়ক আরাফাত হোসেন স্বপ্নীল কে থানা থেকে ছাড়ার জন্য জোর তদবির করেন। গত ৮ মে ঘের ব্যবসায়ী সবুজের বাসায় ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি দিয়েছে সন্ত্রাসীরা। সমাবেশে বক্তারা অবিলম্বে চিহ্নিত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।