সর্বশেষ:

salish boithoke dui jon briddhoke marpith

কয়রায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত বৃদ্ধকে দাড়ি ধরে মারপিট

salish boithoke dui jon briddhoke marpith
Facebook
Twitter
LinkedIn

কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রায় সালিশ বিচারে হামলা চালিয়ে প্রবীন মুরুব্বি ও তার স্ত্রী কে মেরে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রাত ৯ টায় কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের গাজীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে ও আহতরা জানান ,গাজী নগর গ্রামের মোঃ রুহুল আমিন সানা পিতা মৃত ফজর সানা ও তাদের প্রতিবেশী বিল্লাল সরদার পিতা ইনসান সরদার এদের দুই প্রতিবেশীদের সহিত বিভিন্ন কারনে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই দুই পরিবারের মিমাংসার জন্য দুই পক্ষকে আব্দুল্লাহের বাড়ীতে শালিসে ডাকেন মহিলা ইউ পি সদস্যর স্বামী আকবর হোসেন, সিরাজুল, মান্নান সরদাররা। দুই পক্ষই শালিসে আসেন। শালিসের মধ্যে দুই পক্ষের কথা কাটাকাটির এক পযায়ে বিল্লাল হোসেন পিতা ইনসান সরদার তিনি ৬০ বছরের বয়স্ক বৃদ্ধ রুহুল আমিন সানার দাঁড়ি ধরে লাথি মারে তার স্ত্রী হামিদা বেগম ঠেকাতে আসলে আহসান, বিল্লাল ও তার মা এবং বোন খুকু মিলে শালিস বৈঠকে তাদের কে এলোপাতাড়ি ভাবে মারধর করে । এই হামলায় মোঃ রুহুল আমিন সানা ও তার স্ত্রী হামিদা খাতুন গুরুতর আহত হয়।

শালিস বৈঠকের লোকজন তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য রাত ১১ টায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করান। মোঃ রুহুল আমিন সানা তার উপর হামলার বিচারের দাবি জানান। এই রিপোর্ট লেখা পযন্ত মামলার প্রস্তুতি চলছিল। এ মারমারির কারণ জানতে মুঠোফোনে আহসান জানান আমরা তাদের মারপিট করেনি কথা কাটাকাটির এক পযায়ে রুহুল আমিন পড়ে গিয়ে আহত হন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana