
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা সুপার মার্কেটের সামনে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর শোক র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মাঠে শহিদ মিনার চত্বরে আন্তর্জাতিক শ্রমিক দিবসের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সচিব মোঃ তৌহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সোহেল ও সাংগঠনিক সম্পাদক বাবুল শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি রেজওয়ান সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডাঃ আসাদুজ্জামান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, আব্দুল করিম, সংগঠনের উপদেষ্টা ইলিয়াস হোসেন, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, এডভোকেট আকরামুল হক বিশ্বাস, সহ সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুরমান আলী মোড়ল। বক্তব্য রাখেন ইমরান হোসেন, হাবিবুর গোলদার, পরেশ চন্দ্র মন্ডল ও জিহাদ হোসেন।
এর আগে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক ইউনিয়ন ও পরিবহন স্ট্যান্ড কমিটির উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করা হয়।