সর্বশেষ:

prokasshe dibaloke churikaghat

পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে এনজিও কর্মীর টাকা ছিনতাই

prokasshe dibaloke churikaghat
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা(খুলনা) প্রতিনিধ

খুলনার পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে এক এনজিও কর্মীর নিকট থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এলাকাবাসি আহত এনজিও কর্মিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রীজ সংলগ্ন হিতামপুর মালোপাড়া এলাকায় ঘটে ।

এ ঘটনায় আহত এনজিও কর্মী থানায় অভিযোগ করেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে বেসরকারি এনজিও আর আর এফ এর পাইকগাছা শাখার (সিও) আল মাসুদ রানা(২৯) মঙ্গলবার সকাল ১০টার দিকে হিতামপুর মালোপাড়ায় ঋনের কিস্তির টাকা আদায় করতে যায়। এ সময় একটি মোবাইল থেকে এনজিও কর্মি কোথায় আছে জানতে চায়। তখন এনজিও কর্মি তার কাছে পরিচয় জানতে চাইলে তিন বলেন আমি লোন নিবো আপনার সাথে দেখা করতে চাই। এনজিও কর্মি আল মাসুদ বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন পূর্বপাশে বট তলায় বসে আছি জানান। ১১ টার দিকে ৩ টি মোটর সাইকেল যোগে মুখে মাস্ক পরা ৭ জন ব্যক্তি ঘটনাস্থলে এসে ছুরি, হাড়ুড়ি ও অন্যন্য দেশীয় অস্ত্র দিয়ে এনজিও কর্মী কে ছুরিকাঘাত এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তার কাছে থাকা ৬০/৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে মসুদ রানা বলেন, আমাকে যারা ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে আমি তাদের চিনিনা। আমি থানায় অজ্ঞাত ৬/৭ জনের নামে অভিযোগ করেছি। থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। খুব শীঘ্রই এর ক্লু উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana