সর্বশেষ:

awamileague er jhotika michil

আ’লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করার অভিযোগে গ্রেফতার

awamileague er jhotika michil
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করার অভিযোগে খুলনা কেএমপি হরিণটানা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ জন গ্রেফতার করেছে।

সূত্রে প্রকাশ, কেএমপি হরিণটানা থানার এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম (সূত্রোক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা) সূত্রোক্ত মামলার প্রেক্ষিতে ঘটনাস্থলের আশ পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের নিকট জিজ্ঞাসাবাদ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত মিছিলের ভাইরাল হওয়া ভিডিও ফুটেজের ভিত্তিতে বিভিন্ন এলাকার জনগনের দেওয়া তথ্য যাচাই বাচাই করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ২১ এপ্রিল রাতভর খুলনা মহানগরী সহ বিভিন্ন থানা এলাকায় পুলিশী অভিযান পরিচালনা করে অত্র মামলার এজাহারনামীয় আসামী মহারাজ হাওলাদার (৫৭), পিতা-মৃত আঃ রশিদ হাওলাদার, সাং-জানেরপাড়, থানা-রায়েন্দা, জেলা-বাগেরহাট, এ/পি সাং-গল্লামারী বাজারের পাশে, মুনসুর খান এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-লবনচরা, জেলা-খুলনা, মোঃ মিলন মীর (৪২), পিতা-মৃত মোজাম্মেল মীর, মাতা-মমতাজ বেগম, সাং-বানিয়াখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-ফরাজীপাড়া, জব্বার এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, মোঃ ফরিদ আহম্মেদ(৬৩), পিতা-মৃত মোহাম্মদ হানেফ, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-হোল্ডিং নং-১৬৭/১, টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, লিটন গাজী (৪৫), পিতা-মৃত মুনসুর আলী, সাং-চাঁনমারি মুনসুর আলী সড়ক, থানা ও জেলা-খুলনা, মোঃ রফিকুল আলম (৬০), পিতা-মৃত আব্দুল হামিদ মোল্লা, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-৩৩ মতিয়াখালী মেইন রোড, জিন্নাহপাড়া, থানা-লবনচরা, জেলা-খুলনা, মোঃ ফজলে রাব্বি বধন (৩৩), পিতা-শেখ আকরামুজ্জামান, মাতা-ঝুননুন নাহার, সাং-৪/ঘ ইসলামপাড়া, বান্দাবাজার, থানা-লবনচরা, জেলা-খুলনা, মোঃ মোকাব্বের খন্দকার (৪২), পিতা- মৃত নূর মোহাম্মদ খন্দকার, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং- ৯ নং নদীর তীর, গোড়াখাল, থানা- লবণচরা, জেলা- খুলনা, শাহ-আলম (৬৩), পিতা- মৃত আজিম উদ্দিন, মাতা-মৃত সাপিয়া, সাং-সিমেন্ট কোম্পানী রোড়, থানা-লবণচরা, জেলা-খুলনা, মোঃ আল-আমিন(৩৬), পিতা-আশরাফ আলী, মাতা-কুলসুম বেগম, সাং-বাশবাড়ীয়া, থানা-হরিণটানা, জেলা-খুলনা, মোঃ ওয়ালিদ হাসান ইসান (২২), পিতা-হাবিবুর রহমান মোল্লা, সাং-১৪নং আফজালের মোড়, এ্যাডভোকেটের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর, জেলা-খুলনা, মোঃ আসিফ হোসেন (২৯), পিতা-আজগর হোসেন, সাং-কেডিএ ইস্ট লেইন, লন্ডী ওয়ালা বাবুলের বাড়ী, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, মোঃ হাবিবুর রহমান (৫৪), পিতা-মৃত মান্নান মুন্সী, সাং-৩৭ কেডিএ এ্যাপ্রোস রোড, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, মোঃ নুর ইসলাম (৬০), পিতা-মোঃ আতিয়ার রহমান, সাং-কেডিএ এ্যাপ্রোস রোড, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, শেখ আবুজার অনিক (৩৪), পিতা-মৃত: শেখ ইউসুফ, সাং-৬নং গাবতলা রোড, থানা-খালিশপুর, জেলা-খুলনা, মোঃ রকিবুল ইসলাম (৪৮), পিতা-মৃত; আব্দুল আজিজ, সাংÑবায়তুন নুর মসজিদের পাশে, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, ১৬। মোহাম্মদ মেহেদী হাসান(৪৫), মৃত মজিবর রহমান, সাং-১৮/১, বড় বয়রা জংশন রোড, থানা- খালিশপুর জেলা- খুলনা, রুহুল আমিন (৪৬), পিতা-শেখ জামাল মোস্তফা, সাং-হাতেম আলী সড়ক, নবীনগর, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, মোঃ বোরহান উদ্দিন (৬০), পিতা-মৃত হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাং-জিরোপয়েন্ট শিকদার পেট্রোল পাম্পের পিছনে, থানা-লবণচরা, জেলা-খুলনা, মোঃ এবাদুল্লাহ গাজী রাজ (২৭), পিতা-খলিল গাজী, সাং-কৈয়া বাজার, থানা-হরিণটানা, জেলা-খুলনা, মনজুর সরদার (৩৫), পিতা-ইমাম সরদার, সাং-তেরখাদা উত্তরপাড়া, থানা-তেরখাদা, জেলা-খুলনা ও তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ রিপন সরদার (৪৫), পিতা-আয়নাল সরদার, সাং-১২৫/৫ সত্তার বিশ্বাস সড়ক, মিরাজ ভিলা, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা ও মোঃ ফয়সাল (৩১), পিতা-মোঃ সিদ্দিক সিকদার, সাং-আদর্শ পল্লী, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনাদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

পুলিশের একটি সূত্রে জানায়, জেলা আওয়ামীলীগের ব্যানারে মহানগর সহ পাশ্ববর্তী জেলার থানা থেকে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোঘিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অর্ন্তঘাত মূলক কার্যে লিপ্তে হয়। একই ঘটনা মহানগরের অন্যান্য থানা এলাকায় সংঘটিত হয় এবং ভিন্ন ভিন্ন মামলা রুজু হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana