সর্বশেষ:

khulnar batiaghatay dakati

খুলনার বটিয়াঘাটায় ডাকাতি : বাড়ির মালামাল লুট

khulnar batiaghatay dakati
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

খুলনা জেলার বটিয়াঘাটা থানা থেকে আধা কিলোমিটার দুরে কেসমত অবস্থিত, ফুলতলা সিলিন্দামারি এলাকায় মোঃ শামীম আল মামুন এর বাড়িতে সোমবার ভোর ৫টার দিকে ডাকাতি সংঘটিত হয়েছে।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, ভিকটিম মামুনের বাবা-মা দোতলা বিল্ডিং এর নিচতলায় থাকেন। প্রতিদিনের ন্যায় সকালে নামাজ পড়ার জন্য অজু করতে ওঠে। দরজা খুলতে গেলে দেখতে পায় বাহির থেকে দরজা বন্ধ। তারা ভিতরের অজু এবং নামাজ পড়বে বলে প্রস্তুতি নেয়। এমন সময় একটি মাইক্রো এসে বাড়ির সামনে দাড়ায়। পরে গাড়ির ভিতর থেকে ১০-১২ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী লোকজন দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে শামীম আল মামুন এর মা-বাবার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদেরকে বাড়ির দোতলায় নিয়ে যায়। কলিং বেল চেপে ঘরের ভিতরে ঢুকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা বাড়ির সবাইকে ধারালো অস্ত্র ঠেকিয়ে হাতপা ,চোখ বেঁধে একটি কাতা দিয়ে ঢেকে রাখে। তারপর ডাকাতদল ঘরের ভিতর থেকে ১০ থেকে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার ,প্যান্টের পকেটে থাকা নগদ ৮২ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ১টি android ও ১ টি বাটন ফোন, এবং আলমারিতে থাকা ব্যবহৃত কাপড়-চোপড় নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভুক্তভোগীরা বলেন, দুষ্কৃতিকারীদের পরনে ছিল জিন্সের প্যান্ট এবং কালো কাপড় দিয়ে মুখ বাধা ছিলো। তাদের প্রত্যেকের বয়স অনুমান ২০ থেকে ৩০ বছর হবে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের কর্তারা। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana