সর্বশেষ:

boma hamlar protibade bikkhov michil

বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

boma hamlar protibade bikkhov michil
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আবুল বাশারের উপর বোমা হামলার প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা ও পৌরসভা বিএনপি ৪ টি ভাগে ভাগ হয়ে পৃথক পৃথক এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, মেছের আলী সানা, আব্দুল মজিদ গোলদার, হাবিবুর রহমান, প্রণব কান্তি মন্ডল, মাষ্টার বাবর আলী গোলদার, মফিজুল ইসলাম টাকু, মাষ্টার মুজিবুর রহমান, এসএম নাজির আহমেদ, এডভোকেট এস্কেন্দার মির্জা, তোফাজ্জেল সরদার, আবু মুছা সরদার, গাজী নজরুল ইসলাম, আবু হুরায়রা বাদশা, শামসুজ্জামান জামান, সরোজিৎ ঘোষ দেবেন, ও নাজমুল হুদা মিন্টু।

boma hamlar protibade bikkhov michill

পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আতাউর রহমান, জিয়াউদ্দীন নায়েব,ডাক্তার শাহাবুদ্দীন, মতলেব গাজী, সেলিম গাজী, শিয়াবুদ্দীন বাবু,আবু সাঈদ, করিম গাজী, মনিরুজ্জামান, রুস্তম আলী, আনারুল ইসলাম, আসাদুল্লাহ আল গালিব, সোহেল গাজী, খাইরুল ইসলাম।

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা তৌহিদুজ্জান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, এস এম ইমাদুল ইসলাম, বেনজির আহম্মেদ লাল, আবু তালেব, সরদার ফারুক আহম্মেদ, শেখ সাদেকুজ্জামান, কাজী সাইফুল ইসলাম তারিক, এডভোকেট একরামুল হক বিশ্বাস, সামাদ, সন্তোষ গাইন, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, ইউনুছ মোল্লা, আমিনুর রহমান, হাবিবুর রহমান, হাকিম সানা, আনারুল কাদির নাজির আহম্মেদ,শহিদুল ইসলাম, ওবাইদুল্লাহ, ইব্রাহিম গাজী, সাদ্দাম হোসেন, ইসরাফিল হোসেন, বেল্লাল হোসেন, আবুল বাশার বাচ্চু, ইকবল হোসেন, শেখ ইব্রাহিম, জাহিদুর রহমান ও আব্দুল কাদের।

পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোস্তফা মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোট জিএম আব্দুস সাত্তার, বিএনপি নেতা এসএম মোহর আলী, ইমদাদুল হক, আজহারুল ইসলাম, আসাদুজ্জামান, তোরাব আলী, ইউনুস আলী গাজী, সাজ্জাদ আলী ফকির, অজিয়ার রহমান, ইউনুস গাজী, বেলায়েত হোসেন, মুনসুর গাজী, আতিয়ার গাজী, বারিক গাজী, ফসিয়ার রহমান, হাফিজুর রহমান, নুর মোহাম্মদ, মিজানুর রহমান, গোলাম রব্বানী ও আমজেদ গাজী।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana