সর্বশেষ:

bissho pani dibosh palito

পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত

bissho pani dibosh palito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এবারের প্রতিবাদ্য বিষয় ” হিমবাহ সংরক্ষন ” এ উপলক্ষে শনিবার বিকালে পাইকগাছা উপজেলা পানি কমিটির অস্থায়ী কার্যালয়ে কমিটির সভাপতি সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন সহ সভাপতি মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন,সাধারন সম্পাদক সাদেকুজ্জামান,সহকারী অধ্যাপক ( অবসর ) সুধাংশু কুমার মন্ডল, সাংবাদিক আলাউদ্দিন সোহাগ,জি এম, মিজানুর রহমান,কৃষ্ণ রায,রেজাউল করিম, সাংবাদিক আসাদুল ইসলাম,ফসিয়ার রহমান,শাহজামান বাদশা।

উপস্থিত ছিলেন ঘের মালিক জাহিদুর রহমান পিন্টু, অ্যাডভোকেট আলিফা খাতুন,নাজমা আক্তার,সেলিনা বেগম,মনিরুজ্জামান,বিমল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন হিমবাহ যদি সংরক্ষন করা না যায় তাহলে এর নেতিবাচক প্রভাব আমাদের সবার উপর পড়বে। হিমবাহ গলে গেলে সমুদ্রের পানির উচ্চতা বাড়বে। সমুদ্রের পানি বাড়লে আমাদের ঝুকি বাড়বে। এছাড়া বক্তারা হিমবাহ ধবংসের মুল কারন হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেন। যা মুলত গ্রীন হাউজ গ্যাসের কারনে সংগঠিত হয়ে থাকে।সে কারনে সভা থেকে জলবায়ু পরিবর্তনবোধ এবং হিমবাহ সংরক্ষনে সবাইকে সচেতন হতে আহবান জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana