সর্বশেষ:

vrammoman adalote bebshaiyike jorimana

ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী কে জরিমানা

vrammoman adalote bebshaiyike jorimana
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে পাইকগাছার কপিলমুনি বাজারে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পাইকগাছার কপিলমুনি বাজারে অটো রাইস মিল গুলোতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় উপজেলার কপিলমুনি বাজারে অভিযান চলাকালীন সময়ে চালের বস্তায় পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা এবং অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে চাউল প্লাস্টিকের বস্তায় মোড়কজাত করার অপরাধে সুন্দরবন অটো রাইস মিলের মালিক কে ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ সতর্কমূলক পরামর্শ প্রদান করা হয়। এসময় জেলা পাট উন্নয়ন মুখ্য পরিদর্শক মুজিবর রহমান, পেশকার মো. ইব্রাহিম হোসেন, এসআই সবুর সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান- ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে।

তিনি জানান, কপিলমুনি ফাঁড়ি পুলিশের সহায়তায় রাইসমিলগুলোতে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালায়। এসময় এক অটো রাইস মিল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্যান্য দোকান, মিলগুলোকে সর্তক করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana