
পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা চাঁদখালী ইউনিয়নের হাড়িয়ার ডাঙ্গা গ্রামের অসহায় আইয়ুব আলী গাজী, স্থায়ী বন্দোবস্ত জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষ আজিজুল গাজী দারা মামলা, সহ বিভিন্ন হয়রানি, হুমকি ধামকী দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রাপ্ত অভিযোগ ও কাগজ পত্র থেকে জানাযায়, পাইকগাছা উপজেলা হাড়িয়ার ডাঙ্গা গ্রামের মোঃআইয়ুব আলী গাজী,ও স্ত্রী আকলিমা খাতুনের নামে পাইকগাছা ভূমি অফিস কেস ৬৯/৯৯-২০০০ মাধ্যমে কাটাবুনিয়া মৌজাস্থ ১একর জমি স্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত হয়ে কবুলিয়াত দলিল মাধ্যমে ভূমি অফিস সার্ভেয়ার দ্বারা মেপে ভোগ দখলে আছেন। এস এ ১ খতিয়ান, দাগ ৯১৩ বি আর এস ডিপি ৪৮৯ হাল দাগ ১৪৩২ এক একর জমি। গত ১৫/৩/২১ তারিখে সহ নামে নাম পত্তন সহ ,১৪৩০ পর্যন্ত কর খাজনা পরিশোধ করে শান্তি পূর্ণ ভাবে দখলে আছেন।আইয়ুব আলী গাজী বলেন খুলনা জেলা অতিরিক্ত (রাজস্ব)২০০৩ অনুমতিক্রমে জল মহল অবমুক্ত করে চাঁদখালী কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। একই ইউনিয়নের কালিদাশপুর গ্রামের আবাদুল খালেক গাজীর ছেলে মোঃ আজিজুল গাজী আমার নিকট থেকে ২০১৪ সালে থেকে বিঘা প্রতি ১০হাজার টাকা, হারীতে নিয়ে মৎস্য চাষ করে আসছে। প্রথম বছর হারী পরিশোধ করলেও, গায়ের জোরে ক্ষমতা দাপটে বিগত ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত হারী টাকা না দিয়ে তালবাহনা, প্রতারণা করে আসছে। ইতিপূর্বে আজিজুল আমাকে আদালতে মিথ্যা মামলা, লিগ্যাল নোটিশ সহ বিভিন্ন সময় হয়রানি ও জীবন নাশের হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে আজিজুল গাজী বলেন আমি ভূমি মন্ত্রণালয় অনুমোদনক্রমে ৩০,৯২ একর জল মহল ৬ বছরের ইজা নিয়ে, খুলনা ডিসি অফিসের মাধ্যমে রেভিনিউ জমা দিয়ে মৎস্য চাষ করে আসছি। আমি আইয়ুব আলী গাজী নিকট থেকে হারিতে জমি নেয়নি।