সর্বশেষ:

hat paa badha obosthay van chaloker lash uddhar

হাতপা বাঁধা অবস্থায় এক ভ্যানচালকের লাশ উদ্ধার

hat paa badha obosthay van chaloker lash uddhar
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া প্রতিনিধি 

মোটর ভ্যান চালক মইনুল ইসলাম শেখের (৩৯)হাত-পা বাঁধা লাশ উপজেলার দক্ষিণ গোবিন্ধকাটি গ্রামের আইয়ুব আলী গাজীর সুপারী বাগান থেকে বৃহস্পতিবার বেলা১১ টার দিকে থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তিনি উপজেলার কাঞ্চনপুর গ্রামের ওমর আলী শেখের বড় ছেলে। পরিবারের পক্ষথেকে থানায় মামলা হয়েছে বলে সুত্র জানায়।

পারিবারিক সুত্র জানান, বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে মোটর ভ্যান নিয়ে মাগরিবের নামাজের পরেও রাস্তায় যাত্রীবহন করতে দেখে তার পরিচিত অনেকেই।
এরপর রাতে বাড়ী না ফেরায় পরিবারের সদস্যরা তাকে সারা রাত এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান পায়নি।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে গোবিন্দ কাটি এলাকাবাসীর মাধ্যমে জানা যায় স্থানীয় আইয়ুব আলী গাজীর সুপারী বাগানে হাতপা বাঁধা অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে।
ঘটনাস্থল থেকে একটি মধ্য বয়সে লাশ উদ্ধার করা হয়।
এ সময় জানা যায় কাঞ্চনপুর এলাকার এক ভ্যানচালক কে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ভ্যানচালকের পরিবারের সদস্যরা এসে লাশ দেখে তার ভাই মনিরুজ্জামান ওপিতাওমর আলী শেখ তার বড় ছেলে বলে সনাক্ত করেন।এমসয় জেলা পুলিশ সুপার পিএম মোশাররফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল বি এরুল আনাম উপস্থিত ছিলেন। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে একটি সঙ্ঘবদ্ধ চোর দল ভ্যানচালক কে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার ভ্যান নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana