সর্বশেষ:

ujjol sriti cricket tournament

পাইকগাছায় উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

ujjol sriti cricket tournament
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

“নদী খনন, বাঁধ চাই; তবেই মিলবে প্রকৃতির ঠাই” শ্লোগানের আলোকে খুলনার পাইকগাছায় উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসরের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফ্রেন্ডস ফেডারেশন ব্যাচ ২০০৩ আয়োজিত সোমবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও তালা ক্রিকেট একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। ভাগ্য নামক টসে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তালা ক্রিকেট একাদশ ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে। জবাবে ১৭২ রান টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। অনিয়মিত উইকেট পতনে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ১৫ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান করে। ৭৬ রানের ব্যবধানে তালা ক্রিকেট একাদশ জয় লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ২৩ বলে ৫০ রান এবং দুই উইকেট নেয়ায় তালা একাদশের হাসানুর ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।

এসময় সাবেক কাউন্সিলর রবিশংকর মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, ব্যাংকার হাদিউজ্জামান, জামিলুর রহমান রানা, সাবেক কাউন্সিলর রবিশংকর মন্ডল, আসিব ইকবাল সজীব, গোপাল মন্ডল, অরবিন্দু, দিবেন্দু, বিশ্বজিৎ, ফয়সাল আহমেদ সনি, প্রসূন বাবু, প্রদ্বীপ, নাদিম, মোহন উজ্জ্বলের ভাই টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন, অসীম সানা ও ইসমাইল হোসেন। ধারাভাষ্য অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম ও রইজ খান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana