সর্বশেষ:

jomite badh deyar ovijog

আপোষ নামা উপেক্ষা করে জমিতে বাঁধ দেয়ার অভিযোগ

jomite badh deyar ovijog
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষ নারীর বিরুদ্ধে আপোষ মিমাংসা উপেক্ষা করে জমিতে বাঁধ দেয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাঁধ দেওয়ার কাজ বন্ধ করে দিয়েছে। জায়গা জমি নিয়ে উপজেলার মেলেক পুরাইকাটী গ্রামের মৃত অধীর কৃষ্ণ সাধুর ছেলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর পরিবার ও একই এলাকার সুধাংশু সাধুর স্ত্রী চায়না সাধুর পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে সমীরণ সাধুর হিতামপুর মৌজায় বোয়ালিয়া কপোতাক্ষ নদের ধারে একটি ইটভাটা রয়েছে। ভাটার মধ্যে চায়না সাধুর ৩০ শতক জমি রয়েছে। সমীরণ সাধু ওই জমির হারি দিয়ে ইটভাটা পরিচালনা করে আসছিল। বিগত ৩ বছর ইটভাটার কার্যক্রম বন্ধ রয়েছে। অপরদিকে চায়না সাধুর মৎস্য ঘেরের মধ্যে সমীরণ সাধু গং এবং মন্দিরের ১২ শতক জমি রয়েছে। চায়না সাধু নালিশী এ জমির হারি ও দেয়না দখল ও বুঝে দেয়না। এনিয়ে দুপক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে থানায় একাধিক শালিসি বৈঠক করা হয়। কয়েক দফা শালিসির পর ২৭-০২-২০২৩ তারিখে থানায় উভয় পক্ষের উপস্থিতিতে একটি আপোষ মিমাংসা করা হয়। আপোষ নামায় উল্লেখ করা হয় উভয় পক্ষ তার নিজ জমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করবে। এতে কেউ কাউকে বাঁধা দিবে না। এদিকে আপোষ মিমাংসা উপেক্ষা করে চায়না সাধু শনিবার সকালে তার লোকজন নিয়ে সমীরণ সাধুর ভাটার মধ্যকার জমিতে ভেকু দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করে বলে জানান সমীরণ সাধুর ভাই বিষ্ণু সাধু। তিনি বলেন চায়না সাধুর ঘেরের মধ্যে আমাদের জমির দখল বুঝে না দিয়ে ইটভাটার মধ্যকার জমিতে ভেকু দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করে।বিষ্ণু সাধু আরো বলেন চায়না সাধু আগের দিন থানায় অভিযোগ করলে আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওসি মহোদয়ক অবহিত করি। এর পরের দিন নিজেই অভিযোগ দিয়ে নিজেই আইন অমান্য করে চায়না সাধু। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁধ দেওয়ার কাজ বন্ধ করে দেন। এ প্রসঙ্গে আমি আমার নিজের জমিতে বাঁধ দিচ্ছিলাম বলে চায়না সাধু জানান।

থানার এএস আই গৌতম বলেন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে বাঁধের কাজ বন্ধ করে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে থানায় আসার কথা বলেছি একই সাথে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana