সর্বশেষ:

gorbvoboti mohilakae dhorshoner protibad o somabesdh

গর্ভবতী মহিলাকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

gorbvoboti mohilakae dhorshoner protibad o somabesdh
Facebook
Twitter
LinkedIn

খুলনা প্রতিনিধি :

বটিয়াঘাটা উপজেলায় ধর্ষণকারীকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানাগেছে, গতকাল গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার জালমা ইউনিয়নের দারোগাভিটা আছাবুর নগর এলাকার মাদক সিন্ডিকেটের হোতা ইমরান হাওলাদার সহ তার সহযোগী কর্তৃক স্থানীয় এক গর্ভবতী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে।

gorvoboti mohilakae dhorshoner protibad o somabesdh

ধর্ষণকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল ১৮ ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে বটিয়াঘাটা সদরে ও উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে ধর্ষণকারীকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে শাস্তি ও ফাঁসির জোর দাবি জানান। এসময় এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভিক্টিমের স্বামী সাব্বির খা ইমরান হাওলাদারকে বিবাদী করে বটিয়াঘাটা থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana