
বিশেষ প্রতিনিধি :
মানবিক সমাজ প্রতিষ্ঠার দাবি নিয়ে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬৪ জেলা প্রদক্ষিণ করবেন। গত ৯ তারিখ শনিবার তেতুলিয়া উপজেলা থেকে কর্মসূচি শুরু করেছেন। প্রতিদিন একটা জেলা সফরে করে জেলা শহর ঘুরে মানুষকে মানবিক হওয়ার আহ্বান জানাবেন।
কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন, সবাই রাষ্ট্র পরিবর্তন করতে চায় কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করে না। রাষ্ট্র পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হয়, সমাজ পরিবর্তন করতে হয়, তারপর রাষ্ট্র এমনিতেই পরিবর্তন হয়ে যায়। সমাজে মানুষের মধ্যে দিনদিন মানবিক মূল্যবোধ কমে যাচ্ছে। মানুষের উপর মানুষের শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। দিনদিন মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। ভিন্নমত ভিন্ন বিশ্বাস হলেই একজন অন্যজনকে কুপিয়ে পিটিয়ে হত্যা করছে। সমাজ দিনদিন অমানবিক হয়ে উঠছে। স্বাধীন দেশে সব মত পথ ভিন্ন বিশ্বাসের বাকস্বাধীনতা থাকতে হবে। মানুষকে মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই কর্মসূচিতে আমি দেশবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি তেতুলিয়া থেকে কর্মসূচি শুরু করেছে প্রতিদিন একটা জেলা সফরে করে আগামী মাসে টেকনাফ গিয়ে এই কর্মসূচি শেষ করবো। হানিফ বাংলাদেশী এর আগেও ভোটাধিকার গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি সীমান্ত হত্যার বিরুদ্ধে ৬৪ জেলায় ৪ বার প্রদক্ষিণ করেছেন।
৪৯৫ উপজেলায় প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহীদের স্মারকলিপি দিয়েছেন। হানিফ বাংলাদেশীর সফর সঙ্গী হয়েছেন মাইদুল ইসলাম মুকুল ও সাকিব আল হাসান।