সর্বশেষ:

ain sringkhola bahinir nikot ovijog

হত্যার হুমকিতে খুলনায় আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট অভিযোগ

ain sringkhola bahinir nikot ovijog
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি : 

খুলনা দিঘলিয়া বিএনপি নেতা আমিনুল ইসলাম পলাশকে হত্যার হুমকি ও পলাশের স্ত্রী সিনথিয়া ইসলামকে মারধর ও তার ৫ মাসের বাচ্চাকে অপহরণ করার চেষ্টা করার ঘটনায় খুলনা সেনা বাহিনীর ক্যাম্পে গাজিরহাট ইউনিয়ন বিএনপি নেতা বাদশা গাজীর নামে লিখিত অভিযোগ করেছে পলাশের স্ত্রী সিনথিয়া ইসলাম।

এর আগে সন্ত্রাসী বাদশা গাজী ১২ নভেম্বর ২০২৪ তারিখে অস্ত্র সহ দিঘলিয়া থেকে যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়। বাদশা কিছুদিন পূর্বে জামিনে মুক্তি পেয়ে আবার নতুন করে তার সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। গণমাধ্যমে কিছু ছবিতে দেখা যায় বাদশা গাজী আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনী প্রচার প্রচারণা করছে। এখন তিনি বিএনপির দিঘলিয়া গাজিরহাট ইউনিয়নের আহ্বায়ক হওয়ার বিষয়ে আমিনুল ইসলাম পলাশ প্রতিবাদ করায় হত্যা হুমকি দিচ্ছেন বাদশা গাজী।

এ ঘটনার বিষয় উল্লেখ করে খুলনা আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগে বিএনপি নেতা পলাশের স্ত্রী সিনথিয়া ইসলাম বলেন, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় আমি আমার বাচ্চাকে নিয়ে ওষুধের দোকানে ঔষধ আনতে গেলে সন্ত্রাসী বাদশা গাজী, আলী গাজী, লেকবার গাজী, আমার স্বামীর সাথে পূর্ব শত্রুতার জেরে আমাকে গাজীরহাট বাজারে ডা: হোসেন এর ঔষধের দোকানের সামনে মারধর করে ও আমার ৫ মাসের বাচ্চাকে অপহরণ করার চেষ্টা করে। এ সময় এলাকাবাসীরা এগিয়ে এলে তখন তারা চলে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয় তোর স্বামী আমিনুল ইসলাম পলাশকে জীবনে শেষ করে দিব। এবিষয়ে মইনুদ্দিন, রবিউল, মোহাম্মদ মাসুদ সহ একাধিক এলাকাবাসীরা জানান, বাদশা গাজীর অত্যাচারে দিঘলিয়া গাজীরহাট ইউনিয়নবাসী অতিষ্ট হয়ে গেছে কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana