
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল ইরফান এমদাদীয়া মডেল মাদ্রাসা খানকায়ে গাউছিয়া আহমদিয়া (মাইজভাণ্ডারী খানকাহ শরীফ) জিরোপয়েন্ট খুলনায় উদ্বোধন হয়েছে।
ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম,আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলি) এর পক্ষ থেকে গত ৮ ফেব্রুয়ারি শনিবার উদ্বোধন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম,আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলি) মাদ্রাসাটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,খুলনা বিভাগীয় সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম,সভাপতি জয়নুল আবেদিন মানিক, সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমদ মোল্লা,সাধারণ সম্পাদক শাহ আলম শেখ, দপ্তর সম্পাদক শাহিন আলম সহ বিভিন্ন আলেম ওলামাদের সমন্বয়ে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।