
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত নাহিদ পারভেজের (২৩) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য,নিহত নাহিদ পারভেজ পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের আমিনুল ইসলাম কাজল ও উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদারের ভাইপো আছাফুর রহমান মিঠুর একমাত্র ছেলে।নিহত নাহিদ বরিশালে জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে কর্মরত ছিল। ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মটরসাইকেল যোগে বরিশাল থেকে বাড়িতে আসার পথে পথিমধ্যে বাগেরহাট জেলার কচুয়া থানার সাইনবোর্ড বাজার সংলগ্ন পৌছালে ট্রাক চাপায় দিয়ে চলে যায়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বৃহস্পতিবার গভীর রাতে তার মৃতদেহ এলাকায় পৌঁছালে উপজেলা ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে সড়ক দুর্ঘটনায় নাহিদ পারভেজ মারা যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পরলে,এলাকায় শোকের ছায়া নেমে আসে।জানাযায় উপস্থিত ছিলেন,সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মুফতী কুদরত উল্লাহ কাসেমী,মাওলানা আব্দুল হান্নান ওমর, বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আব্দুল মজিদ , আসাদুল ইসলাম, মোঃ ফসিয়ার রহমান, বিএনপি নেতা শিক্ষক বাবর আলী গোলদার,জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা নার্সারি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, রওশন সরদার,শামিম সরদার, আব্দুল আজিজসহ হাজার হাজার মুসল্লিবৃন্দ জানাযায় অংশ গ্রহণ করেন।জানাযার নামাজ পরিচালনা করেন মাওলানা বোরহান উদ্দিন আহমেদ।
ঘাতক ট্রাক ও মোটরসাইকেল এবং ট্রাক ড্রাইভারকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এরিপোট লেখা পর্যন্ত অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিলো।