সর্বশেষ:

jmi gas companyr biruddhe notice

জেএমআই গ্যাস কোম্পানীর বিরুদ্ধে নোটিশ

jmi gas companyr biruddhe notice
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

অবৈধ স্থাপনা অপসারণের জন্য জেএমআই গ্যাস কোম্পানীর বিরুদ্ধে নোটিশ দিলেন বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন। গতকাল ছিলো নোটিশে তারিখে শেষ দিন। কমিশনার (ভূমি) বলেন,খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা মৌজার ভিপি ২৩/৯০ নং কেসের এস এ ১৯ খতিয়ান ভুক্ত ১৫২ ও ১৫৩ নং দাগের ৩.৭৩ একর জমি বাংলা ১৪৩০ সাল পর্যন্ত জেএমআই গ্যাস কোম্পানির অনুকূলে ইজারা প্রদান করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে উক্ত লিজভুক্ত জমির শ্রেণী সরকারের বিনা অনুমতিতে পরিবর্তন করে লিজের শর্ত ভঙ্গ করায় বাংলা ১৪৩১ সনের ইজারা নবায়ন করা হয়নি।

এমতাবস্থায় অত্র নোটিশ প্রাপ্তির তিন কার্য দিবসের মধ্যে লিজ ভুক্ত জমির সীমানা বেড়াসহ সকল অবৈধ স্থাপনা অপসারণ পূর্বক জমি সরকারের দখলে বুঝিয়া দেওয়ার জন্য জেএম আই গ্যাস কোম্পানীর বিরুদ্ধে নোটিশ দেন। জেএমআই গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয় কোম্পানির এডমিন আবু সাঈদের নিকট জানতে চাইলে তিনি বলেন, নোটিশ পেয়েছি। কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana