সর্বশেষ:

ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী

মহেশপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত

ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী
Facebook
Twitter
LinkedIn

সাইফুল ইসলাম,ঝিনাইদহ ->>
মঙ্গলবার সকালে মহেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী,মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মহেশপুর উপজেলা পৌর মেয়র মোঃ আব্দুর রশিদ খাঁন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্বে সালমা আক্তার,বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনামসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত ছিলেন ,যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ও মহেশপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এনামুলহক দুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে গড়ে তোলার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম ফজিলাতুন্নেছা। তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলেচানা করেন প্রধান অতিথি। আলোচনা শেষে ৫ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন ও নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana