সর্বশেষ:

kaliar chor chokrer sat sodossa greftar

কালিয়ায় চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

kaliar chor chokrer sat sodossa greftar
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল থেকে

নড়াইল জেলার কালিয়া উপজেলায় ওয়ালটন প্লাজায় আলোচিত চুরির ঘটনার সাথে জড়িত ৭ জন চোরকে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করেছে কালিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৬ টি ল্যাপটপ ও ৪ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দিনভর যশোর ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন, যশোর জেলার কোতোয়ালি থানার নুরপুর উত্তরপাড়া গ্রামের নজরুল শেখের ছেলে লাদেন, খুলনা জেলার দিঘলিয়া থানার হাজিগ্রামের বাবুল মোল্লার ছেলে রাজু মোল্লা, একই গ্রামের হুমায়ূন মোল্লার ছেলে তুয়াস মোল্লা, খালিশপুর থানার কাশিপুর গ্রামের মৃত হান্নান শেখের ছেলে আসলাম শেখ, মৃত নুরুল হক মিয়ার ছেলে বিল্লাল মিয়া, মৃত কাজী আশরাফ হোসেনের ছেলে কাজী ওয়াসিফ হাসান মনির এবং হাউজিং বাজার এলাকার গোলাম আলীর ছেলে কুরবান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ নভেম্বর (সোমবার) দিবাগত রাতে উপজেলার কালিয়া বাজারের ওয়ালটন প্লাজায় দেয়ালের ভেন্টিলেটর ভেঙ্গে একদল চোর ৭ টি ল্যাপটপ ও ১৯ টি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।পরের দিন ২৯ নভেম্বর (মঙ্গলবার) কালিয়া ওয়াল্টন প্লাজার ম্যানেজার রাসেল আহমেদ বাদী হয়ে অজ্ঞাত চোরদের আসামী করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার খুলনা ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেন। এসময় চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ওসি মো.রাশিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ল্যাপটপ ও মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana