খুলনা অফিস ->>
খুলনা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮জন জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে। নগরীর ফুল মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ বুলু শেখ(৪০), মোহাম্মদ আলী(৪০), মোঃ বাদল সরদার(৪২), জব্বার হাওলাদার(৪৩), মোঃ খুরশিদ আলম(৪৫), মিঠুন ঢালী(৩৩), মোঃ ইউসুফ হাওলাদার(৩৮), মোঃ জাহিদ শেখ(৪২)। এসময় তিন সেট তাস এবং ২ হাজার ৪৫০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানার ননএফআইআর মামলা হয়েছে।