সর্বশেষ:

paikgacha motso arotdari somitir nirbacon somponno

পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচন সম্পন্ন

paikgacha motso arotdari somitir nirbacon somponno
Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়। ৪৬০ জন ভোটারের মধ্য ৪২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে সভাপতি আব্দুল জব্বার (ছাতা) প্রতিকে ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী সদ্য সাবেক সভাপতি জাকির হোসেন (চেয়ার) প্রতিকে পেয়েছেন ২১৯ ভোট। সহ-সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দীতা করেন তার মধ্যে রেজাউল ইসলাম (কলস) প্রতিকে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী বাবলু সানা (মই) প্রতিকে পেয়েছেন ৭৬ ভোট এবং খোরশেদ আলম (উড়জাহাজ) প্রতিকে পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন তার মধ্যে বেল্লাল মোড়ল ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সদ্য সাবেক সাধারন সম্পাদক ওবায়দুল হক মিঠু পেয়েছেন ১৬৮ ভোট, স ম আব্দুর রব পেয়েছেন ৮৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন তার মধ্যে হারুন অর রশিদ (ডাব) প্রতিকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী তাইজুল ইসলাম (কলম) প্রতিকে পেয়েছেন ২১৩ ভোট। সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দীতা করেছেন তার মধ্যে সর্বাধিক ভোট পেয়ে প্রথম নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান (কাপপিরিচ) প্রতিকে পেয়েছেন ৩৮৭ ভোট। কামাল গাজী (হাতি)২৯৬ ভোট, মালেক গাজী (প্রজাপতি) ২৩০ ভোট। ফুলমিয়া সরদার (দেয়াল ঘড়ি) ২২৭ ভোট। সালাউদ্দিন গাজী (কবুতর) ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন কামাল আহম্মেদ (মোরগ)১৫৬ ভোট। আব্দুস সালাম (ফুটবল) ১৭৭ ভোট। সবুজ মিস্ত্রি (হাতপাখা) ১০৪ ভোট পেয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana