সর্বশেষ:

paubi workshope dudoker ovijan

পাউবির ওয়ার্ক শপে দুদকের অভিযানে ব্যাপক দুর্নীতির প্রমাণ

paubi workshope dudoker ovijan
Facebook
Twitter
LinkedIn

খুলনা প্রতিনিধিঃ

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে খুলনার জোড়াগেটে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। এ সময় প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেরই অনিয়ম দেখতে পান দুদক কর্মকর্তারা।

যার মধ্যে মানহীন ও নিম্নমানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হবার আগে ঠিকাদারকে বিল প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূত ভাবে স্ক্রাব মালামাল কালো বাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণ পেয়েছে দুদক। দুদকের খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ বলেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টের একটি কাজ ছিলো ৩২ লক্ষ ৯৬ হাজার ১০১ টাকার একটি কাজ ছিলো যার মধ্যে ৭টি আইটেম রয়েছে। ৫টি মেরামত যা স্বল্প মূল্যের এবং ২টি ম্যেকানিকাল যা ২৬ থেকে ২৭ লক্ষ টাকা হবে। আমরা সরেজমীনে বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি।

ম্যেকানিকাল যে দুইটি কাজ রয়েছে যার মূল্য ২৬ থেকে ২৭ লক্ষ টাকা তার কোন কাজ পাওয়া যায়নি। বাকি মেরামতের ৫টি কাজের মধ্যেও রয়েছে ব্যপক অনিয়মের চিত্র। এদের ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana