সর্বশেষ:

khulna dumuriyay sorkari vabe khola bazare chal bikri

খুলনার ডুমুরিয়ায় সরকারীভাবে খোলা বাজারে চাল বিক্রি। চাহিদার তুলনায় বরাদ্দ কম,পাচ্ছে না অনেকে গরীব মানুষ

khulna dumuriyay sorkari vabe khola bazare chal bikri
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে ২ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি শুরু করা হয়েছে। ভরা আমন মৌসুমে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ও বাজারে চালের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারি ভাবে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

khulna-dumuriyay-sorkari-vabe-khola-bazare-chal-bikri

গত ১২ জানুয়ারি থেকে উপজেলা সদরে কাউন্সিল সড়কে এবং বড় বাজারে কালীবাড়ি সড়কে সকাল ৯ টা থেকে ডিলারদ্বয় চাল বিক্রি করেন। প্রতি কেজি ৩০ টাকা দরে জন প্রতি সর্বচ্ছো ৫ কেজি চাল বিক্রি করা হয় বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানা খানম নিশ্চিত করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক আক্তারুজ্জামান বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত একার্যক্রম অব্যাহত থাকবে। তবে ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়ন রয়েছে । এখানে চাহিদা বেশী।

dumuriyay-sorkari-vabe-khola-bazare-chal-bikri

বুধবার বেলা ১২ টার দিকে সরেজমিনে দেখা যায় ডিলারদের কাছে মজুদ চালের চেয়ে অপেক্ষমান মানুষের ভীড় অনেক বেশী। সামাল দিতে ৫ কেজির পরিবর্তে ৩ কেজি করে দিতে দেখা যায়।

এ সময়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও তদারকি কর্মকর্তাদ্বয়কে চাল বিক্রয় কেন্দ্রে উপস্থিত থাকতে দেখা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে আগামীতে বরাদ্ধ কিভাবে বাড়ানো যায় সে বিষয় কথা বলবেন বলে জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana