ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে ২ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি শুরু করা হয়েছে। ভরা আমন মৌসুমে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ও বাজারে চালের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারি ভাবে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
গত ১২ জানুয়ারি থেকে উপজেলা সদরে কাউন্সিল সড়কে এবং বড় বাজারে কালীবাড়ি সড়কে সকাল ৯ টা থেকে ডিলারদ্বয় চাল বিক্রি করেন। প্রতি কেজি ৩০ টাকা দরে জন প্রতি সর্বচ্ছো ৫ কেজি চাল বিক্রি করা হয় বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানা খানম নিশ্চিত করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক আক্তারুজ্জামান বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত একার্যক্রম অব্যাহত থাকবে। তবে ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়ন রয়েছে । এখানে চাহিদা বেশী।
বুধবার বেলা ১২ টার দিকে সরেজমিনে দেখা যায় ডিলারদের কাছে মজুদ চালের চেয়ে অপেক্ষমান মানুষের ভীড় অনেক বেশী। সামাল দিতে ৫ কেজির পরিবর্তে ৩ কেজি করে দিতে দেখা যায়।
এ সময়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও তদারকি কর্মকর্তাদ্বয়কে চাল বিক্রয় কেন্দ্রে উপস্থিত থাকতে দেখা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে আগামীতে বরাদ্ধ কিভাবে বাড়ানো যায় সে বিষয় কথা বলবেন বলে জানানো হয়।